ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশের পর ওয়ানডে সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম বাংলাদেশ। নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে ২-১ এ ওয়ানডে সিরিজে জয় তুলে নিয়েছে টাইগাররা। এবার তামিম-মুশফিকদের সামনে টি-টোয়েন্টি মিশন। এক্ষেত্র ওয়ানডে সিরিজটাই টি-টোয়েন্টিতে ভালো করার ব্যাপারে আশা জোগাচ্ছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে।
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সাকিব বলেন, ‘আমরা টি-টোয়েন্টি সিরিজটা নিয়ে অনেক আশাবাদী। এর বড় কারণ হচ্ছে, আমরা ওয়ানডে সিরিজটা বেশ ভালো করলাম। দেশের বাইরে নয় বছর পর একটা ওয়ানডে সিরিজ জেতা আমাদের জন্য বড় একটা অর্জন। আশা করি, এই আত্মবিশ্বাস টি-টোয়েন্টি সিরিজে আমাদের কাজে আসবে। সবাই এই আত্মবিশ্বাস নিয়েই খেলতে পারবে।’
প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজেদের সামর্থ্যে যথেষ্ট আস্থা আছে সাকিবের। তিনি বলেন, ‘আমরা জানি, বিশেষ করে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ খুব শক্তিশালী দল। ওদের সবচেয়ে পছন্দের ফরম্যাট এটা। আর আমাদের জন্য এটা একটু কঠিন। আমি বিশ্বাস করি, আমাদের সামর্থ্য আছে ওদের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেট খেলে সিরিজটা জেতার।’
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।
বিডি প্রতিদিন/ ৩১ জুলাই ২০১৮/ ওয়াসিফ