এজবাস্টন টেস্টে নামার আগে সৌরভ গাঙ্গুলির সঙ্গে একই আসনে রয়েছেন বিরাট কোহলি৷ দু’জনে নেতৃত্ব দিয়ে দেশকে ২১টি টেস্টে জয় এনে দিয়েছেন৷ এজবাস্টনে রুটবাহিনীকে পরাজিত করতে পারলেই সৌরভকে পিছনে ফেলে ধোনিকে অনুসরণ করবেন কোহলি৷
বুধবার থেকে এজবাস্টনে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট৷ চলতি ইংল্যান্ড সফরে সেরা ফর্মে নেই ক্যাপ্টেন কোহলি৷ টি-২০ ও ওয়ান ডে সিরিজে চেনা ছন্দে দেখা যায়নি ভারত অধিনায়ককে৷ ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে বিরাটের অতীত রেকর্ডও ভালো নয়৷ তবে নিজে ব্যর্থ হলেও দল জিতলে সৌরভকে টপকে বিশেষ মাইলস্টোন স্পর্শ করবেন ক্যাপ্টেন কোহলি৷
ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বাধিক ২৭টি টেস্ট জয়ের রেকর্ড রয়েছে বিরাটের উত্তরসূরি মহেন্দ্র সিং ধোনির দখলে৷ ৬০টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে ২৭টিতে জয় এনে দিয়েছেন তিনি৷ চলতি ইংল্যান্ড সফলে সৌরভকে টপকে ধোনির দিকে এগুনোর হাতছানি বিরাটের৷ টেস্ট ক্রিকেটে সাফল্যের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছেন কোহলি৷ টেস্টে বিরাটের সাফল্যের রেকর্ড ৬০ শতাংশ৷
এখনও পর্যন্ত ৩৬টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন বিরাট৷ ২০১৪ অস্ট্রেলিয়া সফরের মাঝপথে ধোনির হঠাৎ টেস্ট অবসরে নেতৃত্বের ব্যাটন ওঠে বিরাটের হাতে৷ অভিষেক সফরেই দেশকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও সফল হয়েছিলেন বিরাট৷ চার টেস্টের সিরিজে ৬৯২ রান এসেছিল বিরাটের ব্যাট থেকে৷
ক্যাপ্টেন হিসেবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে বিরাটের ভারত৷ তবে বিদেশের মাটিতে টেস্ট জয়ের নিরিখে অন্যদের থেকে অনেক এগিয়ে সৌরভ৷ ২১টির মধ্যে ১১টি টেস্টে জয়ে এসেছে বিদেশের মাটিতে৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর