ভারতীয় ফুটবল ক্লাবের হয়ে খেলতে কলকাতায় আসছেন হালের ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারের সাবেক সতীর্থ গারসন ভিয়েরা। ইন্ডিয়ান সুপার লিগের চলতি মৌসুমে ব্রাজিলের এই সেন্টার ব্যাক খেলবেন কলকাতার ক্লাব এটিকে'র হয়ে।
জি নিউজের খবর, ভিয়েরা তাঁর পেশাদার ক্যারিয়ার শুরু করেছিল ব্রাজিলের ক্লাব দল গ্রেমিওর হয়ে। এরপর ধারে চলে যান ওয়েস্টা ও রেড বুল ব্রাজিলিয়ায়। ২০১৪ সালে দেশ ছেড়ে তিনি দেন উরুগুয়ের ক্লাব অ্যাটেনাসে। ২০১৫ সালে আবার ধারে ফিরে যান রেড বুল ব্রাজিলিয়ায়। ব্রাজিলের জার্সিতে ভিয়েরাকে দেখা গিয়েছিল ২০০৯ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে। তখন ব্রাজিল দলের নেতৃত্বে ছিলেন এই গারসন ভিয়েরা। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভিয়েরার নেতৃত্বে খেলা নেইমার, ফিলিপে কুতিনহো, কাসেমিরোদের অনেকে পরবর্তীকালে ব্রাজিলের সিনিয়র দলে খেললেও ভিয়েরার জয়গা হয়নি।
যদিও ভারতীয় ফুটবলে ভিয়েরা নতুন নয়। এর আগেও ইন্ডিয়ান সুপার লিগে দেখা গেছে তাকে। ২০১৬ সালে প্রথম ভারতীয় ফুটবলে আবির্ভাব হয় তাঁর। যোগ দেন আইএসএলের দল মুম্বাই সিটি এফসিতে। প্রথম মৌসুমে ১৪টি ম্যাচেই খেলেছিলেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। পরের বছরও খেলেন মুম্বাইয়ে। অধিনায়কত্বও করেন। কিন্তু পারফরম্যান্স আহামরি কিছু ছিল না। এরপর খেলছিলেন জাপানের ক্লাব রেনোফা ইয়ামাগুচির হয়ে। কিন্তু এই মৌসুমে তাঁকে দেখা যাবে এটিকের জার্সিতে।
এটিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ভিয়েরা বলেন, "ভারতে ফিরতে পেরে আমি খুশি। বিশেষ করে দু'বারের চ্যাম্পিয়ন এটিকেতে যোগ দিয়ে আমি উচ্ছ্বসিত। আমি দলের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি। এটিকেতে কাপও ফিরিয়ে আনতে চাই।"
এটিকে কোচ স্টিভ কাপেল ভিয়েরাকে দলে পেয়ে খুশি। তিনি বলেন, "গারসন ভিয়েরা বহুমুখী প্রতিভার ফুটবলার। ওর ট্যালেন্ট আর ওর লিডারশিপ দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। এটিকে পরিবারে ভিয়েরাকে স্বাগত।"
বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৮/মাহবুব