ফুটবল বিশ্বের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এমন পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদের নতুন ম্যানেজার হুলেন লেপেতগুই গুরুত্ব দিচ্ছেন গ্যারেথ বেলকে।
লেপেতগুইয়ের কথায়, ‘‘ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া রিয়াল মাদ্রিদের একটি শক্তিশালী দল তৈরি করা যেকোনো কোচের কাছেই দুর্দান্ত চ্যালেঞ্জ।’’ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘‘মনে হচ্ছে আসন্ন মৌসুমটা গ্যারেথ বেলের কাছে দুর্দান্ত হবে।’’ যার অর্থ, ওয়েলসের ফরোয়ার্ডকে গুরুত্ব দিয়েই দল সাজাচ্ছেন রিয়াল মাদ্রিদের নতুন ম্যানেজার।
বেলের উচ্ছ্বসিত প্রশংসা করে বুধবার রিয়াল ম্যানেজার বলে যান, ‘‘বেলকে এবার এগিয়ে এসে নেতৃত্ব দিতে হবে রিয়াল আক্রমণকে। যেভাবে এত দিন রোনালদো দিয়ে এসেছিল। ওর থেকে অনেক কিছু আশা করছে ক্লাব। বেলের সেরা পারফরম্যান্স বের করে আনার জন্য দায়িত্ব আমার।’’
লেপেতগুই আরও বলেন, ‘‘যখন রিয়াল মাদ্রিদে কোচিং করানোর জন্য চুক্তিতে সই করি, তখনও রোনালদো দলের সঙ্গে ছিল। কিন্তু কয়েক দিন পরেই দল ছাড়ার সিদ্ধান্ত নেয় সে। সুতরাং কোচ হিসেবে একটা দুর্দান্ত দল তৈরি করাটাই আমার কাছে প্রথম এবং প্রধান কাজ। আর সেটা উপভোগ করছি।’’
বিডি প্রতিদিন/ ২ আগস্ট ২০১৮/ ওয়াসিফ