ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ের পথে তিন গোল করেন তারকা থিয়েরি অঁরি। ক্লাব ক্যারিয়ারে মোনাকো, জুভেন্টাস, বার্সেলোনা এবং আর্সেনালের জার্সিতে আলো ছড়িয়েছেন তিনি। পেয়েছেন দারুণ সাফল্য। আর এবার প্রধান কোচ হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ফ্রান্সের এই বিশ্বকাপ জয়ী তারকা।
অঁরিকে রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের সহকারি কোচ হিসেবে কাজ করতে দেখা গেছে। এবার মিসরের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। অঁরির কোচ হওয়ার ব্যাপারে তার এজেন্ট এবং মিসরের ফুটবল ফেডারেশনের বোর্ড সদস্য এক আলোচনায় বসেন। ফুটবলারদের এজেন্ট হিসেবে কাজ করা নাদের আল সায়েদ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে তিনি বলেন, 'আমাদের থিয়েরি অঁরির এজেন্ট এবং মিসরের ফুটবল ফেডারেশনের বোর্ড সদস্য হাজেম ইমামের সঙ্গে লন্ডনে আলোচনা হয়েছে। কোচ হওয়ার আগে মিসর ফুটবল ফেডারেশনের চুক্তি বিষয়ক পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছেন অঁরি। এরপরই তিনি সিদ্ধান্ত নেবেন।'
উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপে মিসর গ্রুপ পর্বের তিন ম্যাচেই হেরে বিদায় নেয়। চোটের কারণে নিজের সেরা ফর্মে ছিলেন না লিভারপুলে খেলা মিসর তারকা মোহামেদ সালাহ।
বিডি প্রতিদিন/ ২ আগস্ট ২০১৮/ ওয়াসিফ