ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জেতার পরেই নিজের হাত থেকে ব্যাট ফেলে দিয়ে অভিনব সেলিব্রেশনে মেতে উঠেছিলেন ইংরেজ অধিনায়ক জো রুট। নতুন এই উদযাপনের ছদ্মনাম দেওয়া হয়েছিল ‘মাইক ড্রপ সেলিব্রেশন’। বেশিদিনও গেল না। সেই জবাবই এবার ফিরিয়ে দিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
টেস্ট সিরিজ শুরুর প্রথম দিনেই কোহলিকে দেখা গেল ‘মাইক ড্রপ’ করতে। অন্য কাউকে না, স্বয়ং জো রুটকে ফিরিয়ে দিয়েই। যা নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে বিতর্ক।
বার্মিংহামে প্রথম টেস্টের শুরুর দিনেই ভাল পজিশনে ভারত। দিনের শেষে ২৮৫ রান স্কোরবোর্ডে তুলতেই ইংল্যান্ড হারিয়েছে ৯ উইকেট। ইংল্যান্ডে রবিচন্দ্রণ অশ্বিনের ৪ উইকেট নিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন, ব্যক্তিগত ঝামেলাকে পিছনে রেখে মোহাম্মদ শামির জোড়া উইকেট কিংবা জনি বেয়ারস্টোর লড়াকু ৭০ রান নয়, দিনের শেষে খবরের শিরোনামে শুধু কোহলি।
ক্রিজে জো রুট ও জনি বেয়ারস্টো ইংল্যান্ডকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য প্রাণপ্রণ চেষ্টা করছিলেন। সেই সময়েই অশ্বিনের এক ওভারে নিজেদের ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে যান জো রুট। সেই সময়ে রুট ব্যক্তিগত ৮০ রানে ব্যাট করছিলেন। মিড উইকেটে দাঁড়িয়ে থাকা বিরাট সরাসরি থ্রো'তে আউট করে দেন রুটকে। এর পরেই বিরাট কোহলিকে দেখা যায় মুখে আঙুল দিয়ে দর্শকদের উদ্দেশে অঙ্গভঙ্গি করতে। এর পরেই অবিকল রুটের মতো সেলিব্রেশনের ভঙ্গি- যেন হাত থেকে ব্যাটটা ফেলে দিচ্ছেন!
কোহলির এমন মাইক ড্রপ সেলিব্রেশনই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। টিভি রিপ্লেতে ঘটনাটা বার বার দেখানো হতে থাকে।
তবে বিভিন্ন প্রচারমাধ্যমের মতে, এমন অদ্ভুত আচরণের জন্য ম্যাচ রেফারির পক্ষ থেকে কোহলিকে সম্ভবত শাস্তি পেতে হবে না। আর ইংল্যান্ড দলও কোহলির এমন সেলিব্রেশনকে নেতিবাচক ভঙ্গিতে দেখছে না। ওপেনার কিটন জেনিংস পরে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘কোনো ক্রিকেটার নিজের মতো সেলিব্রেট করতেই পারে। কোহলিও ওর নিজের মতো করেছে।’’
বিডি প্রতিদিন/ ২ আগস্ট ২০১৮/ ওয়াসিফ