ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহামে সিরিজের প্রথম টেস্টে বল হাতে চমক দেখিয়েছে ভারতীয় ক্রিকেটাররা। তবে মাঠে যখন ফিল্ডিং করতে ব্যস্ত বিরাট কোহলির দল তখনই দলের হেড কোচ ড্রেসিংরুমে ঘুমিয়েই পড়লেন! টিভি ক্যামেরার ধরাও পড়ল এই দৃশ্য।
বুধবার এজবাস্টন টেস্টে লাঞ্চের কিছুক্ষণ পরের ঘটনা। তখন ব্যাট করছেন জো রুট ও জনি বেয়ারস্টো। ভারতীয়রা উইকেট তোলার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। আচমকাই টিভি ক্যামেরা চলে যায় ভারতীয় ড্রেসিংরুমের দিকে। দেখা যায়, রবি শাস্ত্রী ঘুমিয়ে পড়েছেন। তখন ধারাভাষ্য দিচ্ছিলেন হরভজন সিং। মজা করতে করতে ভাজ্জি বলেন, ‘শাস্ত্রী ভাই এবার উঠে পড়ো।’
এমনকি শাস্ত্রীর পাশে বসে থাকা সহকারী কোচ সঞ্জয় বাঙ্গারকে উদ্দেশ্য করেও ভাজ্জি বলেন, ‘শাস্ত্রী ভাইয়ের ঘুম ভাঙাও।’
এরপর বাঙ্গারই ঘুম ভাঙান শাস্ত্রীর। টিভি ক্যামেরায় হাতেনাতে ধরা পড়ার পর শাস্ত্রী অবশ্য বলেছেন, ‘মনঃসংযোগ করছিলাম চোখ বন্ধ করে।’
বিডি প্রতিদিন/ ২ আগস্ট ২০১৮/ ওয়াসিফ