বাঁ হাতিদের আউট করা ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কেবল ডান হাতের খেলা। সেটা ইংল্যান্ডের এজবাস্টন হোক অথবা অস্ট্রেলিয়ার অ্যডিলেড, সামনে অ্যালিস্টার কুক হন বা ডেভিড ওয়ার্নার। উপমহাদেশের বাইরে বাঁ হাতি ওপেনারদের ত্রাস একজনই। তিনি হলেন রবিচন্দ্রন অশ্বিন।
পরিসংখ্যান বলছে, টেস্ট ক্রিকেটে ৩০০'র ওপর উইকেট শিকারি এই ভারতীয় স্পিনার এখনও পর্যন্ত কুক আর ওয়ার্নারকে আউট করেছেন মোট ১৭ বার। ওয়ার্নারকে আউট করছেন ৯ বার। আর ব্রিটিশ ব্যাটসম্যান অ্যালিস্টার কুকের উইকেট নিয়ে নিয়েছেন ৮ বার।
এই রেকর্ডটা আছে অজি স্পিনার নাথান লিয়নেরও। অ্যাসেজ সিরিজে অ্যালিস্টার কুককে মোট ৮ বার আউট করেছেন তিনি। এজবাস্টনে পতৌদি সিরিজের প্রথম উইকেট নিয়ে লিয়নের সেই রেকর্ড ছুঁলেন অশ্বিন। এবার তার কাছে সুযোগ থাকছে কুক শিকারে অজি স্পিনারকেও ছাপিয়ে যাওয়ার। এবং সেটা হওয়া কেবল সময়ের অপেক্ষা বলেও মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর