আন্দ্রেজ ইনিয়েস্তা চলে যাওয়ার পর বার্সেলোনার নতুন অধিনায়ক হিসেবে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির কথা ভাবা হচ্ছে। সহ-অধিনায়ক হিসেবে শোনা যাচ্ছে মার্ক অ্যান্দ্রে তের স্টেগেনের নাম। বার্সায় নিজের পঞ্চম মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছেন জার্মান এই গোলরক্ষক। তিনি জানিয়েছেন, বার্সার সহ-অধিনায়কদের একজন হতে পারাটা সম্মানের।
মার্ক অ্যান্দ্রে তের স্টেগেন বলেন, 'স্কোয়াডই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অধিনায়কের মতো পজিশনের জন্য আমার নাম আলোচিত হচ্ছে- এটা অবশ্যই সম্মানের। অধিনায়কদের একজন হওয়া অনেক গৌরবের।' সূত্র স্পোর্ট ৩৬০
বিডি প্রতিদিন/ফারজানা