ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস থেকে ধারে এক বছরের জন্য এসি মিলানে যোগ দিয়েছেন গনজালো হিগুয়াইন। ২০১৮-১৯ মৌসুম এই ক্লাবে কাটাবেন তিনি।
মূলত রিয়াল মাদ্রিদ ছেড়ে ১১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসে আগমনের পর থেকেই হিগুয়াইনের মিলান পাড়ি দেওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে, হিগুয়াইনকে পেতে এক কোটি ৮০ লাখ ইউরো খরচ হয়েছে মিলানের। মৌসুম শেষে ৩০ বছর বয়সী এই খেলোয়াড়কে মিলানের স্থায়ীভাবে নেওয়ার সুযোগ রাখা হয়েছে চুক্তিতে। সেক্ষেত্রে জুভেন্টাসকে আরও তিন কোটি ৬০ লাখ ইউরো দিতে হবে তাদের।
জুভেন্টাসের হয়ে ১০৫ ম্যাচে ৫৫ গোল করা হিগুয়াইন দুইবার করে সিরি আ’ আর কোপা ইতালিয়ার শিরোপা জেতার পাশাপাশি ২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলার স্বাদ পেয়েছেন।
এদিকে এসি মিলান থেকে ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চিকে এক বছর পর আবার ফিরিয়ে আনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে জুভেন্টাস। এর বিনিময়ে জুভেন্টাস ধারে ইতালিয়ান সেন্টার-ব্যাক গাত্তোসোকে মিলানে পাঠাবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম