স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। তারই জের ধরে রিয়াল মাদ্রিদকে নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে করিম বেনজেমার।
বর্তমানে ক্লাবটির তৃতীয় অধিনায়ক ফরাসি এ স্ট্রাইকার। তার আগে রয়েছেন সার্জিও রামোস ও মার্সেলো। তবে রিয়ালে নেতৃত্বের ভূমিকায় ইতমধ্যেই দেখা গেছে বেনজেমাকে। প্রাক-মৌসুম প্রস্তুতির প্রথম ১৫ দিনে নিজের এ দায়িত্ব বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন বেনজেমা। এরইমধ্যে দলের তরুণ ফুটবলারদের কাছে অনুকরনীয় হয়ে উঠেছেন তিনি।
সূত্র: মার্কা
বিডি প্রতিদিন/ ৩ আগস্ট ২০১৮/ ওয়াসিফ