যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৭২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং এ আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। এতে শুরুতেই উইকেট খোয়ান লিটন দাস ও মুশফিকুর রহিম। এরপর বাংলাদেশের ৪৮ রানে আউট হন সৌম্য সরকার।
বড় স্কোর গড়ার প্রত্যাশায় ব্যাট করেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দলীয় ১৩৮ রানের ঝড়ো ব্যাটিং করে ৭৪ রান করে আন্দ্রে রাসেলের বলে ক্যাচ আউট হয়ে বিদায় নেন তামিম সব শেষে ৬০ রান করে আউট হন সাকিব।
বিডি প্রতিদিন/৫ আগষ্ট ২০১৮/হিমেল