বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সোর ব্যাটসম্যান বিরাট কোহলি। ব্যাট হাতে যেকোনো ফরমেটেই বিধ্বংসী হয়ে উঠতে পারেন তিনি। তারই জের ধরে শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তি কুমার সাঙ্গাকারার জানালেন, কোহলি যেভাবে খেলছেন তাতে শচীনকেও হয়ত ছাপিয়ে যাবেন তিনি।
অবশ্য যেভাবে খেলে চলেছেন ভারত অধিনায়ক তাতে কত রেকর্ড যে তিনি গড়বেন তা কেউই আন্দাজ করতে পারছেন না। শচীনের রেকর্ড আদৌ সুরক্ষিত কিনা সে প্রশ্নও উঠে গেছে। যে ছন্দে বিরাট আছেন তাতে কোনো কিছুই অসম্ভব নয়। সাঙ্গাকারা বলেছেন, ‘যেভাবে বিরাট খেলে যাচ্ছে। তাতে একদিন ভারতের সর্বকালের সেরা হিসেবে ওর নামটাই লোকের মুখে ঘুরবে।’
২০১৪ সালে ইংল্যান্ড সফরে রান পাননি বিরাট। কিন্তু এবার যেন পুষিয়ে দিচ্ছেন। এজবাস্টনে প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছেন ১৪৯। দ্বিতীয় ইনিংসে অপরাজিত আছেন ৪৩ রানে। তাই তো সাঙ্গাকারা বলেছেন, ‘শচীন যেভাবে চাপ সামলাত তার কোনো তুলনা হয় না। বিরাটের মধ্যেও সেটা দেখা যাচ্ছে। এই প্রজন্মে বিরাটই বিশ্বের সেরা ব্যাটসম্যান। আগামীদিনে আরও পরিণত হবে বিরাট। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আরও অনেক রেকর্ড ভেঙে দেবে বিরাট।’
বিডি প্রতিদিন/ ৫ আগস্ট ২০১৮/ ওয়াসিফ