ফ্রেঞ্চ সুপার কাপে এএস মোনাকোকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি। এই জয়ের ফলে প্যারিসের এই ক্লাবটি টানা ষষ্ঠবারের মতো ফরাসি সুপার কাপে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করল। এই ম্যাচে ফেব্রুয়ারির পর পিএসজির হয়ে এদিন প্রথম মাঠে নামেন ব্রাজিলীয়ান তারকা নেইমার। ডি মারিয়া করেন জোড়া গোল।
এদিন নেইমারকে নামানো হয় বদলি হিসেবে। ম্যাচের ৭৬তম মিনিটে মাঠে নামেন তিনি। চলতি বছরের শুরুর দিকে মার্শেইয়ের বিপক্ষে বড় ধরনের ইনজুরিতে পড়েন। তারপর অস্ত্রোপচার করিয়ে সরাসরি বিশ্বকাপে খেলতে চলে যান।
পিএসজি এদিন শুরু থেকে আক্রমণে উঠতে থাকে। ম্যাচের ৩৩ মিনিটের সময় ফ্রি-কিক থেকে বাঁপায়ের শটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। এরপর ৪০ মিনিটের সময় দ্বিতীয় গোল পেয়ে যায় পিএসজি। সেই গোলটি করেন ক্রিস্টোফার কুন্কু।
২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। বিরতি থেকে ফিরে ৬৭ মিনিটের সময় ব্যবধান ৩-০ করেন আরেক ফরোয়ার্ড টিমোথি। ডি মারিয়া নিজের দ্বিতীয় গোল করেন অতিরিক্ত সময়ের খেলায়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর