প্রাক মৌসুম টুর্নামেন্টে লেভাইস স্টেডিয়ামে শেষ মুহূর্তে এসি মিলানের কাছে হেরে গেল বার্সেলোনা। পুরো ম্যাচে দুর্দান্ত খেলেও আন্দ্রে সিলভার ৯২ মিনিটের গোলে বার্সাকে ১-০ গোলে হারালো ইতালিয়ান জায়ান্ট মিলান। তবে এ ম্যাচে কাতালানদের হয়ে কোনো তারকাই খেলেননি।
এবারের প্রাক মৌসুমটা মোটেই ভালো যাচ্ছে না বার্সার। প্রথম ম্যাচে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে টাইব্রেকারে জয়ের পর রোমার বিপক্ষে হেরে যায় আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।
উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপের পর বিশ্রামে থাকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, ইভান রাকিটিচ, সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে, ওসমান দেম্বেলে, জর্দি আলবা, স্যামুয়েল উমতিতি ও ফিলিপ কুতিনহো এখনও দলের সঙ্গে যোগ দেননি।
বিডি প্রতিদিন/ ৫ আগস্ট ২০১৮/ ওয়াসিফ