টেস্ট সিরিজ জয়ের রেশ ধরে রেখে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাজিমাত করলো পাকিস্তান। বুধবার আবুধাবিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬৬ রানে হারাল তারা। ১৫৫ রানের জবাবে পাকিস্তানি বোলারদের দাপটে মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেল অজিদের ইনিংস।
আবু ধাবিতে প্রথম প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে পাকিস্তানকে এদিন ব্যাট করতে পাঠান অজি দলনায়ক অ্যারন ফিঞ্চ। ওপেনার বাবর আজমের ৫৫ বলে অপরাজিত ৬৮ ও মোহম্মদ হাফিজের ৩০ বলে ৩৯ রান পাকিস্তানের ইনিংসকে মজবুত জায়গায় দাঁড় করিয়ে দেয়।
যদিও হাফিজ প্যাভিলিয়নে ফিরতেই কার্যত ধস নামে পাক ব্যাটিং লাইন আপে। শেষ অবধি হাসান আলিকে সঙ্গে নিয়ে দলের রান দেড়শো পার করেন আজম। অপরাজিত ১৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন হাসান আলি।
১৫৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফদের সামনে ভেঙে পড়ে অজিদের ব্যাটিং লাইন আপ। পাকিস্তানি বোলারদের দাপটে সর্বসাকুল্যে ৮৯ রান তুলতে সমর্থ হয় অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যা তাদের তৃতীয় সর্বনিম্ন স্কোর। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন কুল্টার নাইল (৩৪)।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর