বিরাট কোহলির ব্যাটিং মানেই নতুন কোন রেকর্ডের জন্ম। ডন ব্র্যাডম্যান, স্টিভ ওয়াহ, রিকি পন্টিংদের দেশে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে কোহলি বিশ্ব ক্রিকেটে নিজের রাজত্ব বিস্তার করবেন। তবে এবার অস্ট্রেলিয়ার মাটিতে শুধু শচীন নয়, লক্ষণ-দ্রাবিড়দেরও ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বিরাট।
অস্ট্রেলিয়ার মাটিতে ২০টি টেস্ট খেলে শচীন টেন্ডুলকারের রান ১৮০৯। এখনও পর্যন্ত ভারতীয় হিসাবে অজি মাটিতে এটাই সেরা। ভিভিএস লক্ষ্মণ ১৫ টেস্ট খেলে রান করেছেন ১২৩৬। এরপরই রয়েছেন রাহুল দ্রাবিড়। অস্ট্রেলিয়ায় তিনি ১৫টি টেস্টে ১১৪৩ রান করেছেন। আর বিরাট কোহলি এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় খেলেছেন ৯টি টেস্ট। রান করে ফেলেছেন ১০২৯।
সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩ রানে আউট হয়েছিলেন কোহলি দ্বিতীয়। দ্বিতীয় ইনিংসেও তেমন রান পাননি তিনি। করেছেন ৩৪ রান। তবে এই ৩৪ রানের দৌলতেই অস্ট্রেলিয়ায় এক হাজার টেস্ট রানের মাইলস্টোন টপকে গেলেন ভারতীয় অধিনায়ক৷ মাত্র ৯টি টেস্ট খেলে এই রেকর্ড গড়লেন৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত