Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০১৮ ০৩:৫৩
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৮ ০৩:৫৬

ভারতের কোচ হতে চিঠি পাঠিয়েছেন হার্সেল গিবস

অনলাইন ডেস্ক

ভারতের কোচ হতে চিঠি পাঠিয়েছেন হার্সেল গিবস
ফাইল ছবি

ভারতের মহিলা ক্রিকেট দলের হেড কোচের লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করেছেন ভেঙ্কটেশ প্রসাদ, মনোজ প্রভাকরের মতো তারকার। এদিকে বিদেশী কোচেদের মধ্যে টম মুডি, ডেভ হোয়াটমোররা ইতোমধ্যেই আবেদন জানিয়েছেন। লড়াইয়ে অংশ নেয়ার কথা ভাবছেন রে জেনিংস। তবে অত্যন্ত অপ্রত্যাশিতভাবে ভারতের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করে বিসিসিআইয়ে আবেদনপত্র পাঠিয়েছেন প্রাক্তন প্রোটিয়া তারকা হার্সেল গিবস।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৯০টি টেস্ট, ২৪৮টি ওয়ান ডে ও ২৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা গিবস সম্প্রতি কোচিং ক্যারিয়ার শুরু করেছেন। কুয়েতের জাতীয় দলকে কোচিং করানো ছাড়াও আফগানিস্তান প্রিমিয়র লিগে বাখ লেজেন্ডের হেড কোচ ছিলেন। এবার তার নজর ভারতের মহিলা দলের কোচ হওয়ার দিকে। ক্রিকেটার হিসাবে টেস্টে ৬১৬৭, ওয়ানডেতে ৮০৯৪ ও অন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৪০০ রান করার অভিজ্ঞতা রয়েছে গিবসের।

সোশ্যাল মিডিয়ায় গিবস নিজেই জানিয়েছেন তার আবেদন করার কথা। টুইটারে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে গিবস স্বীকার করে নেন খবরের সত্যতা। প্রশান্ত ডি’সুজা নামক অনুরাগী গিবসের কাছে জানতে চান ভারতের মহিলা দলের কোচ হওয়ার জন্য তার আবেদনের যে খবর শোনা যাচ্ছে, তা সত্যি কি না? উত্তরে হার্সেল লেখেন, ‘হ্যাঁ, আমি আমার নাম পাঠিয়েছি।’

যদিও টি-২০ অধিনায়িক হরমনপ্রীত কউর ও ভাইস অধিনায়ক স্মৃতি মন্ধনা পুরনো কোচ রমেশ পাওয়ারের হয়ে তদ্বির করলেও ভারতের মহিলা ক্রিকেট দলের হেড কোচের লড়াইয়ে পালে হাওয়া পাওয়া মুশকিল টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনারের। একঝাঁক হাইপ্রোফাইল আন্তর্জাতিক ক্রিকেটার এবং অভিজ্ঞ কোচ রিংয়ে নিজেদের টুপি ছুঁড়ে দেয়ায় নতুন করে আবেদন জানালেও পাওয়ারের পক্ষে প্রতিদ্বন্দ্বিতায় পেরে ওঠা সহজ হবে না।

বিসিসিআই নিযুক্ত প্যানেলের পক্ষেও এমন তারকাদের ভিড় থেকে সঠিক লোককে খুঁজে নেয়ার কাজ কঠিন হয়ে দাঁড়াবে নিশ্চিত। এখননও পর্যন্ত যে নামগুলো সামনে এসেছে, তারা ছাড়াও ১৪ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে আরও কিছু নাম জমা পড়তে পারে বোর্ডের সদর দফতরে। তাতে আরও চমক অপেক্ষা করে আছে কি না, তা জানতে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। খবর কলকাতা২৪

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য