বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। একের পর এক রেকর্ড নিজের নামে করে চলেছেন এই ফুটবল নক্ষত্র। তারই জের ধরে এবার কাতালান ডার্বিতে এসপানিওলের বিপক্ষে জোড়া গোল করে লা লিগার ইতিহাসে নতুন এক কীর্তি যোগ করলেন তিনি।
শনিবার এসপানিওলের বিপক্ষে ফ্রি-কিক থেকে জোড়া গোল করেছেন মেসি। প্রথমার্ধে করা নিজের প্রথম গোলটি করেই লা লিগায় গোলের দুই অংকে পৌঁছার পাশাপাশি লা লিগায় একটা রেকর্ডও গড়া হয়ে গেছে তার। লা লিগায় টানা ১৩ মৌসুমে ১০ বা তার অধিক গোল করা একমাত্র খেলোয়াড় এখন এই ফুটবল জাদুকর।
এছাড়া এই ম্যাচে নিজের প্রথম গোলের মতো দ্বিতীয় গোলটিও ফ্রি-কিক থেকে করেছেন, যা মেসির ক্যারিয়ারে প্রথম। চলতি বছরে ফ্রি-কিক থেকে মেসির গোল হলো ১০টি! এটাও একটা রেকর্ড।
মেসির জোড়া গোল আর লুইস সুয়ারেস ও উসমান দেম্বেলের গোলে ৪-০ ব্যবধানে জয়ে পায় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ