ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারে টমাসের বলে পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লিটন দাস। স্ক্যান করিয়ে ধরা পড়েনি কোনো চিড়। সৌম্যর বিদায়ের পর ৪৩ ওভার শেষে আবার ব্যাটিংয়ে নামেন তিনি। কিন্তু বেশিক্ষণ টিকেননি তিনি।
ওপেনিংয়ে নেমে করা ৫ রানের সঙ্গে মাত্র ৩ রান যোগ করে ব্যক্তিগত ৮ রানে পলের বলে হেটমায়ারের হাতে ধরা পরে সাজ ঘরে ফিরেন লিটন।
এর আগে, থমাসের তৃতীয় বলটি ব্যাকওয়ার্ড স্কয়ার অঞ্চলে ক্লিপ করতে গিয়ে লাইন মিস হলে দ্রুতি গতির বলটি তার পেছনের পায়ের গোড়ালিতে গিয়ে লাগে। তাৎক্ষণিক ব্যাটিংয়ের জন্য উঠে দাঁড়াতে না পারলে স্ট্রেচারের করে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে নেয়া হলে এক্সরের জন্য লিটনকে মিরপুরস্থ ডিজিল্যাবে পাঠানোর পরামর্শ দেন তিনি।
এক্সরে শেষে ড্রেসিংরুমে ফিরে ৪৩তম ওভারে আবারও ব্যাটিংয়ে নামেন লিটন দাস। কিন্তু দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম