শুরুটা ভালো হলেও ৭ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। ওপেনিং এ নেমে ঝড় তুলেন তামিম-লিটন। মাঝপথে হঠাৎ করে রান আউট হলে ব্যাকফুটে চলে যায় টাইগাররা। এরপর একে একে সৌম্য, মুশফিক এবং সাকিবরা ফিরেন।
সৌম্য ১০ বলে ৯ রান করে ও রানের খাতা খোলার আগেই অ্যালেনের বলে ফেরেন সাকিব। একই জায়গায় ওঠে দুটি ক্যাচই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেটে ৯ ওভার শেষে ৮৯ রান করেছে বাংলাদেশ।
দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফিরলেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। ৬ বলে ৮ রান করা তামিমকে সাই হোপের পাঠানো বলে রভমন পাওয়েল আউট করে ফেরান।
ক্যারিবীয় ঝড়ের পর আস্তে আস্তে ম্যাচে ফিরতে শুরু করে বাংলাদেশ। এতে ভূমিকা রাখেন মাহমুদউল্লাহ, সাকিব ও মোস্তাফিজ। তবে এভিন লুইসের প্রথমদিকের টর্নেডোতে ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯০ রানের বড় সংগ্রহই পায় ওয়েস্ট ইন্ডিজ।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৮/আরাফাত