স্পেশাল কৌশলের জন্য নিজেকে নিজেকেই ‘স্পেশাল ওয়ান’ দাবি করতেন হোসে মরিনহো। কোচ হিসেবে ইউরোপের শীর্ষ প্রায় সবগুলো লিগের হয়েই শিরোপা জিতেছেন তিনি। কোচিং করিয়েছেন রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পোর্তে, চেলসি এবং সবশেষ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। কিন্তু ম্যানইউ'র টানা বাজে পারফরম্যান্সের কারণে বরখাস্ত হতে হয়েছে পর্তুগিজ এ নাম্বার ওয়ানকে।
মৌসুমের এই সময়ে ইংলিশ লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৯ পয়েন্ট পিছিয়ে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। আর তাই ক্লাবের প্রত্যাশার প্রতিদান দিতে না পারায় বরখাস্ত হন তিনি। চাকরি হারানোর পর এবার নিজ দেশ পর্তুগালে প্রিমিরিয়া লিগা প্রতিযোগিতায় দর্শক গ্যালারিতে খেলা দেখতে দেখা গেছে তাকে। ভিটোরিয়া ডি সেতুবল ও সান্তা ক্লারার ম্যাচ দেখছিলেন দর্শক মরিনহো। ওই সময় তাকে ঘিরে সেলফি তুলতে দেখা যায় ভক্তদের।
অথচ এক সপ্তাহ আগেই আরেক অবস্থানে ছিলেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ