বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা পেসার দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। সেই ধারাবাহিকতায় এবার টেস্টে প্রোটিয়াদের সর্বোচ্চ উইকেট শিকারির কীর্তি গড়লেন এই ডানহাতি পেসার। সেঞ্চুরিয়নে বুধবার পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টে ফখর জামানের উইকেটটি নিয়ে শন পোলককে পেছনে ফেলেন এই তারকা। বর্তমানে তার উইকেটসংখ্যা ৪২২ এবং তিনিই এখন টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি।
এদিন ৩৫ বছর বয়সী এই ডানহাতি পেসারকে সন্মান জানাতে ভোলেননি সুপার স্পোর্টস পার্কের দর্শকেরা। তারা উঠে দাঁড়িয়ে সম্মান জানান স্টেইনকে।
এর আগে ১০৮ টেস্ট খেলে ৪২১ উইকেট নিয়ে রেকর্ডটি গত এক দশক নিজের দখলে রেখেছিলেন শন পোলক। পূর্বসূরির চেয়ে মাত্র ১৯ টেস্ট কম খেলেই রেকর্ডটি নিজের করে নিলেন ডেল স্টেইন (৮৯তম টেস্ট)।
উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ৮০০ উইকেট শিকার করেছেন শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ৭০৮ উইকেট শিকার করে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/ ওয়াসিফ