সংখ্যালঘু ইস্যুতে পাকিস্তানের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানকে 'কড়া জবাব' দিয়েছে ভারতীয় ক্রিকেটের সাবেক তারকা মোহাম্মদ কাইফ।
সম্প্রতি বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ একটি সাক্ষাত্কারে বলেছিলেন, এখন ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি যা তাতে তাঁর নিজের সন্তানদের জন্য ভয় করে! এরই জের টেনে ইমরান বলেছিলেন, "ভারতকে আমরা দেখিয়ে দেব, ঠিক কীভাবে দেশের সংখ্যালঘু মানুষদের ভাল রাখা যায়! ভারতে তো শুনেছি, সংখ্যালঘু মানুষদের সমমর্যাদা দেওয়া হয় না।"
ইমরানের এই কথা শুনে মঙ্গলবার টুইট করে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার কাইফ যা লিখেছেন তা সত্যিই বিস্ফোরক। কাইফের ভাষায়, 'দেশভাগের সময় পাকিস্তানে ২০ শতাংশ মানুষ ছিলেন যারা সংখ্যালঘু। আর এখন সংখ্যাটা এসে দাঁড়িয়েছে ২ শতাংশে। পাশাপাশিই ভারতবর্ষে ঠিক উল্টোটা ঘটেছে। স্বাধীনতা লাভের পর থেকে এদেশে সংখ্যালঘু মানুষের সংখ্যা বেড়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে অন্তত পাকিস্তানের অন্য দেশকে ভাষণ দেওয়া সাজে না!'
বিডি প্রতিদিন/ ওয়াসিফ