ইনিংসের প্রথম ওভারে এল ২৩ রান। তার মধ্যে ১ বলে এল ১৭। এমনই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার টি-২০ লিগ বিগ ব্যাশে।
গতকাল বৃহস্পতিবার খেলা চলছিল হোবার্ট হ্যারিকেনস ও মেলবোর্ন রেনেগাডসের। ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল মেলবোর্ন। হোবার্টের হয়ে প্রথম ওভার করছিলেন রিলে মেরেডিথ। প্রথম ওভারের চতুর্থ বলটাই ছিল নো বল। পরের বলটি ওয়াইড। যাতে পাঁচ রান পায় মেলবোর্ন। কারণ বলটি বাউন্ডারিতে যায়। পরের দুটো নো বলে পরপর দুটো বাউন্ডারি মারেন অ্যারন ফিঞ্চ।
এরকম বাজে একটা ওভারের পরেও ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে হোবার্ট হ্যারিকেনস। মেলবোর্নকে তারা আটকে রাখে ১৬৭ রানে। হোবার্ট জেতে ১৬ রানে। মেরেডিথ ৩ ওভারে দেন ৪৩। নিয়েছেন ড্যানিয়েল ক্রিশ্চিয়ানের উইকেট।
সবচেয়ে বড় কথা হল, প্রথম ওভারটি যখন শেষ করেন মেরেডিথ, দর্শকরা পর্যন্ত তাকে অভিনন্দন জানান। অবশেষে ওভারটি শেষ করার জন্য।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর