ভারত জিতল বটে! কিন্তু ম্যাচে বিতর্ক থেকে গেল। ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-২০-তে ড্যারিল মিচেলের আউট নিয়ে দিনভর চর্চা চলল। বিতর্কও হলো। এদিন মাত্র এক রান করলেন মিচেল। কিন্তু আউট হলেন বিতর্কিত সিদ্ধান্তে।
বল তার ব্যাট ছুঁয়ে লাগল প্যাডে। সেটা স্পষ্ট দেখা গেল হটস্পটে। তারপরও রিভিউয়ে এলবিডব্লিউ হলেন মিচেল। প্রশ্ন উঠে গেল ডিআরএস পদ্ধতি নিয়ে। হটস্পটে স্পষ্ট উঠল ব্যাটে বল লাগার দাগ। তবে তাতে তোয়াক্কা করলেন না আম্পায়ার।
অকল্যান্ডের ইডেন পার্কে এদিন ভারত জিতল সাত উইকেটে। কিন্তু মিচেলের আউট নিয়ে বেশি কথা হলো। ঘটনাটা নিউজিল্যান্ডের ইনিংসের ষষ্ঠ ওভারে ঘটল। ক্রুনাল পাণ্ডিয়ার ওভারের শেষ বলে এলবিডব্লিউ হন মিচেল। আম্পায়ারের সিদ্ধান্তে সন্দেহ প্রকাশ করে রিভিউ নেন নিউ জিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান। আকারে-ইঙ্গিতে তিনি বারবার বোঝাতে থাকেন যে, বল তার ব্যাট ছুঁয়ে প্যাডে গিয়ে লেগেছে। শেষমেশ রিভিউতেও সেটাই দেখা যায়।। কিন্তু আম্পায়ার আউট দিয়ে দিলেন।
বিডি প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত