ইংলিশ প্রিমিয়ার লিগের শনিবার ৩-০ গোলের বড় ব্যবধানে এএফসি বোর্নমাউথকে হারিয়েছে লিভারপুল। এই ম্যাচ জিতে ২৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো তারা। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
এদিন শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকলেও গোল পেতে দেরি হয় সালাহ-মানেদের। ২৪তম মিনিটে জেমস মিলনারের বাড়ানো ক্রস থেকে হেডের মাধ্যমে বল জালে পাঠান মানে। এর মাত্র ১০ মিনিট পরই নিখুঁতভাবে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভিনালডাম।
বিরতি থেকে ফিরে নিজেদের মাঠে আরও গুছিয়ে নেয় লিভারপুল। ৮৩তম মিনিটের গোলে লিভারপুলের তিন গোলের জয় নিশ্চিত করে দেন সালাহ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ