নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নেমেছে টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাকলিন পার্কে শুরুটা ভালো হয়নি মাশরাফিদের। ব্যাটিং বিপর্যয়ে পড়ে টিম বাংলাদেশ। তবে মোহাম্মদ মিথুনের হাফ সেঞ্চুরিতে ম্যাচে ফিরে টাইগাররা। ৪৮ ওভার ৫ বলে ২৩২ রানে অলআউট হয়ে থামে বাংলাদেশের ইনিংস। অর্থাৎ, নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় ২৩৩ রান।
এদিন ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে কট বিহাইন্ড হয়ে দলীয় ৫ রানে আউট হন ওপেনার তামিম ইকবাল। আরেক ওপেনার লিটন দাস ব্যক্তিগত ১ রানে ম্যাট হেনরির বলে বোল্ড হন। স্কোর বোর্ডে রান তখন ১৯। তৃতীয় উইকেট জুটিতে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। তবে সেই চেষ্টাও ব্যর্থ হয়। দলীয় ৪২ রানে বোল্টের বলে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক। আস্থার সঙ্গে ব্যাট করতে থাকা সৌম্য সরকারও ক্রিজে টিকতে পারেননি। ২২ বলে ৩০ রান করে সাজ ঘরে ফেরত যান তিনিও। স্কোর বোর্ডে রান সেই ৪২। প্রথম ১০ ওভারে বাংলাদেশ পূর্ণ করে ৫০ রান। চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ এবং মোহাম্মদ মিথুন। তবে দলীয় ৭১ রানে ফার্গুসনের বিলে স্লিপে রস টেলরের হাতে ক্যাচ দিয়ে আউট হন মাহমুদউল্লাহ। তার পরে ক্রিজে নামা সাব্বির রহমানও ২০ বলে ১৩ রান করে ফেরত যান। ২৭ ওভারে দলীয় স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১২৪ রান।
পরে দলীয় ১৩১ রানে বিদায় নেন মেহেদী মিরাজ। ২৭ বলে ২৬ রান করেন তিনি। তবে ৫৮ বলে ৪১ রানের ইনিংটা বড় করতে পারেননি সাইফউদ্দিন। দলীয় ২১৫ রানে বিদায় নেন তিনি। দলীয় ২২৯ রানে বিদায় নেন মোহাম্মদ মিথুন। ৫ বাউন্ডারিতে ৯০ বলে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। পরে দলীয় স্কোর ২৩২ হলে ব্যক্তিগত শূন্য রানে মুস্তাফিজুর রহমান বিদায় নিলে নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় ২৩৩ রান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ