ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মুখোমুখি মানেই মহাযুদ্ধের আবহ, টানটান উত্তেজনা। মাঠ-গ্যালারি ছাড়িয়ে সেই উত্তেজনা আছড়ে পড়ে টিভি সেটের সামনে। তবে দুই দেশের রাজনৈতিক কারণে দীর্ঘদিন কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি পাকিস্তান-ভারত। বিভিন্ন উপায়ে ভারতের উপর সিরিজ খেলার চাপ দিয়েছে পাকিস্তান। কিন্তু কোন লাভ হয়নি।
ভারতীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে কোন ক্রিকেট সিরিজ খেলবেন না বিরাট কোহলিরা। এবার তাই অন্য রাস্তা নিয়েছে পাকিস্তান। পাকিস্তান বলছে, ভারতকে ক্রিকেট সিরিজ খেলতে বাধ্য করবে তারা।
পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখন দেশের ক্রিকেটের মানোন্নয়নে বেশি জোর দিচ্ছেন। পিসিবির ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আমরা যদি নিজেদের সেরা করে তুলতে পারি তাহলে ভারত আমাদের সঙ্গে খেলতে বাধ্য হবে। তাই আমরা আপাতত বিশ্ব ক্রিকেটের এক নম্বর দল হয়ে ওঠার চেষ্টা করছি। আমরা সেরা হয়ে উঠলে পরিস্থিতি এরকম থাকবে না। তখন বিসিসিআই হয়তো নিজেরাই আমাদের সঙ্গে সিরিজ খেলার প্রস্তাব দেবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ