আসন্ন ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে দল ঘোষণার পাশাপাশি আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডও একসঙ্গে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু টাইগারদের ১৭ সদস্যের দল ঘোষণা করেন।
বিশ্বকাপের স্কোয়াডে থাকা ১৫ জনের সঙ্গে ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি এবং ডানহাতি অফস্পিনার নাইম হাসানসহ মোট ১৭ জনের দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক।
মে মাসে স্বাগতিক আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে লড়বে বাংলাদেশ। ৫ মে আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ ম্যাচ দিয়ে শুরু হবে এ সিরিজ। ১৭ মে হবে টুর্নামেন্টের ফাইনাল।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের স্কোয়াড
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, ইয়াসির আলি রাব্বি এবং নাইম হাসান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন