এক সময় ব্যাট হাতে ২২ গিজে বোলারদের শাসন করেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্য পেশায় জড়িয়ে যান তিনি। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ২৪ সদস্যের ধারাভাষ্যকারের তালিকায় আছেন তিনি। বলছিলাম অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার মাইকেল স্ল্যাটারের কথা।
বিশ্বকাপের আগে বিব্রতকর ঘটনার জন্ম দিয়ে নতুনভাবে আলোচনায় এসেছেন তিনি। জানা গেছে, গত রবিবার বিমান থেকে নামিয়ে দেয়া হয়েছে অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারকে। ঘটনার পেছনের কারণ দুই বান্ধবীর সঙ্গে বিমানের মধ্যেই ঝগড়া।
জানা যায়, সিডনি থেকে মাইকেল স্ল্যাটার ওয়াগার উদ্দেশ্যে বিমানে চড়েন। এ সময় তার সঙ্গে ছিলেন তার দুই বান্ধবী। আর সেই বান্ধবীদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পরেন স্ল্যাটার। এরপর স্ল্যাটার প্লেনের ওয়াশরুমে চলে যান। যার ফলে প্লেন টেক অফে দেরি হচ্ছিল। এরপর প্লেনের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা এসে স্ল্যাটারকে প্লেন থেকে নামিয়ে দেয়।
এই ঘটনার স্ল্যাটার জানান, ‘আমার সঙ্গে আমার দুই বান্ধবীর একটি দুঃখজনক ঘটনা ঘটেছে বিমানে। এর জন্য সকলের সমস্যা সৃষ্টি হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত।’
বিডি-প্রতিদিন/তাফসীর