সদ্য ক্রিকেট অঙ্গন থেকে অবসর নিয়েছেন যুবরাজ সিং। বিশ্বকাপের মৌসুমে যুবরাজের সরে যাওয়ায় ভেঙে পড়েছিলেন তার অনুরাগীরা। আপাতত ক্রিকেট নয়, যুবরাজ পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন পার্টির মুডে। সঙ্গী ছিলেন বলি অভিনেত্রী কিম শর্মা!
এক সময়ে কিম এবং যুবরাজের সম্পর্ক নিয়ে বহু জল্পনা ছিল বলিউডের অন্দরে। একসঙ্গে ডিনার, পার্টি, সিনেমা দেখা-সহ অনেক জায়গাতেই দেখা যেত এই জুটিকে। কিন্তু পরে কোনও কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। এত বছর পরে ফের কিম এবং যুবরাজকে পার্টি করতে দেখে অবাক হয়েছেন অনেকেই।
তবে শুধু কিম নন। পার্টিতে যুবরাজের সঙ্গে ছিলেন তার স্ত্রী হেজেল কিচও। অন্যদিকে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া শিখর ধাওয়ানও মুম্বাইয়ের ওই পার্টিতে ছিলেন। ক্রিকেটে যুবরাজের অসাধারণ ক্যারিয়ারের জন্য নাকি শুভেচ্ছাও জানিয়েছেন কিম। সব মিলিয়ে যুবরাজ-কিমের কি পুরনো প্রেম আবার ফিরে এলো? জল্পনা চলছে বলিউড অন্দরে।
বিডি প্রতিদিন/৩০ জুন, ২০১৯/আরাফাত