ইউরো টি-টোয়েন্টি মূলত নতুন ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টটির প্রথম আসর শুরু হবে চলতি বছরের ৩০ আগস্ট। চলবে ২২ সেপ্টেম্বর পযর্ন্ত।
টুর্নামেন্টে আইকন খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। এই তালিকায় নাম ঘোষণা করা হয় ৬ জন ক্রিকেটারের। সেই তালিকায় আছেন শহিদ আফ্রিদি, ক্রিস লিন, শেন ওয়াটসন, বাবর আজম, ব্রেন্ডন ম্যাককালাম এবং লুকি রনচির মতো নাম।
তালিকায় আছেন ইয়ন মরগান, জেপি ডুমিনি, ইমরান তাহির ও রশিদ খানরাও। এদিকে ইমরান তাহির-ডুমিনিরা খেলবেন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে। কারণ এই দুই প্রোটিয়া ২০১৯ বিশ্বকাপের পরপরই জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা আগেই জানিয়ে দিয়েছেন।
ইউরোপের ক্রিকেট খেলুড়ে তিন দেশ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস মিলে সাবেক এবং বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে এই ইউরো টি-টোয়েন্টি আয়োজন করতে যাচ্ছে। এই টুর্নামেন্টে তিন দেশের দু’টি করে দল থাকবে ছয়টি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন