ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে। তারপর থেকেই পাকিস্তানের একের পর এক ক্রিকেট তারকা বিভিন্ন ধরণের মন্তব্য করে চলেছেন। তারই জের ধরে কাশ্মীরের মুসলমানদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সেখানে যাবেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।
সোমবার নিজের অফিসিয়াল টুইটারে একটি ভিডিও বার্তায় পাকিস্তানের সাবেক এ অধিনায়ক কাশ্মীর সীমান্তে যাওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আমি শান্তির জন্য সীমান্তে যাব। আমি সেখানে গিয়ে সবাইকে বলব, আমরা শান্তি চাই এবং আমরা কাশ্মীরি জনগণের পাশে আছি।’
পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টেস্টে ৯৬ ম্যাচে নেতৃত্ব দেয়া সাবেক এ অধিনায়ক আরও বলেন, ‘আমি কংগ্রেসের অন্যান্য কিংবদন্তির সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) কাশ্মীরের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আরও বেশি সচেতনতা আনতে এবং শান্তির আহ্বান জানাতে যাব।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ