ঘরোয়া ক্রিকেটে টস নিয়ে প্রশ্ন উঠছেই। সেই সূত্র ধরে এবার টসপ্রথা তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী মৌসুম থেকে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন নিয়ম চালু করছেন তারা।
পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে উইকেট হয় বোলিং সহায়ক। ফলে টস জিতলেই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় যে কোনো দল। সর্বোপুরি- পিচ বোলিংবান্ধব হওয়ায় এবং মাঠ চেনা থাকায় স্বাগতিক দল বেশি সুবিধা পায়। স্বাভাবিকভাবেই সফরকারী দল নাস্তানাবুদ হয়।
দেশের ক্রিকেটে এর পরোক্ষ প্রভাব পড়ছে বলে মনে করেন পিসিবি কর্তারা। যে কারণে নতুন নিয়ম চালু করার পরিকল্পনা করছেন তারা। অবশ্য তা শর্তসাপেক্ষে। নতুন মৌসুমে খেলতে আসা দল প্রথমে বল করার সুযোগ পাবে। তারা অস্বীকার করলে তখন টস করা হবে।
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানের মস্তিষ্কপ্রসূত এ আইডিয়া। দ্রুত এটি চালুর নির্দেশ দেন তিনি। আসন্ন ঘরোয়া আসরের শুরু থেকেই তা দেখতে চান ওয়াসিম। তার বক্তব্য, গেল কয়েক মৌসুমে ঘরের দল একপেশে জয় পেয়েছে। বিধ্বস্ত হয়েছে অতিথি দল। এ নিয়ম প্রবর্তনের ফলে প্রতিযোগিতা আরও জমজমাট হবে। এমনকি নতুনভাবে উইকেট বানানো হতে পারে, যেন সব দল সমান সুবিধা পায়।
বিডি প্রতিদিন/আরাফাত