অ্যালেক্সিস সানচেজের ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জনটা চলছে অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত পুরোপুরি ক্লাব না ছাড়লেও দ্রুতই ধারে নতুন ঠিকানায় যাচ্ছেন সানচেজ।
স্কাই ইতালিয়াসহ ইংলিশ ও ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছেন, ধারে সানচেজকে দলে ভেড়াতে রাজি হয়েছে ইন্টার মিলান। ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকে সময়টা একদম ভালো কাটেনি সানচেজের। গত ১৯ মাসে খেলেছেন ৪৫ ম্যাচ, গোল করেছেন মাত্র পাঁচটি। ইউনাইটেডে প্রতি সপ্তাহে প্রায় ৪ লাখ পাউন্ড বেতন পান সানচেজ।
বছর দেড়েক আগে ইংলিশ ক্লাব আর্সেনাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান চিলিয়ান ফরোয়ার্ড আলেক্সিজ সানচেজ। থিয়েটার অব ড্রিমে যেই স্বপ্ন ভেলায় ভেসে এসেছিলেন তা পূরণ হয়নি। মাঠে খেলার চেয়ে টিম কম্বিনেশনের দায়ে ডাগ আউটেই বসে থাকতে হয়েছে বেশি। তাতে পারফরমেন্সে মোড়চে পড়ছিল। তাই রেড ডেভিল দুর্গ থেকে নতুন ঠিকানায় পাড়ি দিলেন এই চিলিয়ান সুপারস্টার। ধারে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে পাড়ি দিলেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
নতুন ঠিকানায় সানচেজের সদ্য সাবেক রেড ডেভিল সতীর্থ রোমেলু লুকাকুর সাথে আক্রমণ ভাগটা বেশ জমবে। লাল জার্সিতে ম্যানচেস্টার ইউনাইটেডের খেই হারিয়ে ফেলা সানচেজ ৩৩ ম্যাচে করেছে মাত্র ৩ গোল। সংখ্যাটা বড্ড বেমানান দুইবার কোপা আমেরিকা জেতানো ফুটবলারের কাছে। তাই ইন্টারে নিয়মিত খেলে আবারো চেনা রূপে ফেরার সুযোগ থাকছে। নতুন কোচ অ্যান্তোনিয়ো কন্তের হাত ধরে সেটা হয়তো আরো সহজ হবে ।
এদিকে, ইউরোপে লম্বা হচ্ছে ইনজুরি লিস্টে থাকা খেলোয়াড়ের তালিকা। মেসি, সুয়ারেজ, হ্যাজার্ড, এমবাপ্পের পর তালিকায় যোগ হলেন রিয়াল মাদ্রিদের কলম্বিয়ান ফরোয়ার্ড হামেস রদ্রিগেজ। ক্লাব ছাড়ছেন এমন গুঞ্জন এড়িয়ে শনিবার রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে একাদশে নামেন হামেস। ম্যাচে ভালো খেললেও বিরতির পর তাকে তুলে নেন জিনেদিন জিদান। পরে জানা যায় তিনি অস্বস্তিতে ভুগছিলেন। খেলার সময় পায়ে টান পান। পরে তা আরো বাড়ে। তাই রিয়ালের জার্সিতে ফেরাটা সুখকর হলো না এই অ্যাটাকিং মিডফিল্ডারের। এক সপ্তাহের বেশি সময়ের জন্য ছিটকে গেলেন এই সুপারস্টার। আপাতত তাই নিবিড় পর্যবেক্ষণে আছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম