অ্যাশেজ সিরিজে বাজে আম্পায়ারিংয়ের কারণে বাদ পড়ছেন জোয়েল উইলসন ও ক্রিস গাফানে। সিরিজে উইলসন ৮টি ভুল সিদ্ধান্ত দেন।
অন্যদিকে নিউজিল্যান্ডের আম্পায়ার গাফানে ৭টি ভুল সিদ্ধান্ত দেন। ফলে এই দুই আম্পায়ারকে অ্যাশেজের শেষ দুই টেস্টের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।
বার্মিংহাম, লর্ডস ও লিডস টেস্টে একাধিক ভুল সিদ্ধান্ত দেন ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন ও ক্রিস গাফানে। যে কারণে সিরিজের শেষ দুই টেস্টে তাদের সরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়।
শেষ দুই টেস্ট উইলসন-গাফানের পরিবর্তে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকান আম্পায়ার মারাইস এরাসমাস ও শ্রীলঙ্কান আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে।
আগামী ৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ডে অ্যাশেজের চতুর্থ টেস্ট শুরু হবে। ১২ সেপ্টেম্বর লন্ডনের কেনিংটন ওভালে শুরু হবে পঞ্চম ও শেষ টেস্ট।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন