বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ফিজিও হচ্ছেন জুলিয়ান ক্যালেফাটো। এর আগে কোনও জাতীয় ক্রিকেট দলের সঙ্গে কাজ করেননি তিনি। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গী হচ্ছেন এই দক্ষিণ আফ্রিকান।
জাতীয় দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও ইংলিশ কাউন্টি ক্লাব গ্লস্টারশায়ার ক্রিকেট ক্লাব, ডার্বিশায়ার, সাউথ আফ্রিকার ওয়েস্টার্ন প্রভিন্স কেপ কোবরাসের সঙ্গে কাজ করেছেন।
তবে ক্রিকেটের চেয়ে স্প্রিংবক রাগবি ইউনিয়ন, সাউথ আফ্রিকার স্পোর্টস সায়েন্স ইন্সটিটিউট, লাফবরো ইউনিভার্সিটি, ভলভো ওসেন রেস, সুইজারল্যান্ডের আইস হকি টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিনের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪০ বছর বয়সী জুলিয়ান ক্যালেফাটো আফগানিস্তান সিরিজের আগেই যোগ দেবেন দলের সঙ্গে। জুলিয়ানের সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে আগামী ২০২১ সাল পর্যন্ত।
বিশ্বকাপে টাইগারদের আশানুরূপ পারফরম্যান্স না করায় বাদ দেয়া হয়েছে পুরনো কোচিং স্টাফদের অনেককে। সেই তালিকায় ফিজিও থিহান চন্দ্রমোহনও। তার সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়ায়নি বিসিবি।
বিডি প্রতিদিন/আরাফাত