Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৫৫

অ্যাসেজে অপ্রতিরোধ্য স্মিথ, 'রহস্য' ব্যাখ্যা করলেন শচীন

অনলাইন ডেস্ক

অ্যাসেজে অপ্রতিরোধ্য স্মিথ, 'রহস্য' ব্যাখ্যা করলেন শচীন

অ্যাসেজে স্টিভ স্মিথের এমন ব্যাটিং নিয়ে ইতিমধ্যেই নানা আলোচনা চলছে। এক ভিডিও বার্তায় মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার স্মিথের ব্যাটিং রহস্য ভেদ করলেন। শচীন বলেন, প্রথম টেস্টে ইংল্যান্ড বোলাররা স্লিপ-গালিতে ফিল্ডার রেখে স্মিথকে বোলিং করতে থাকেন, তখন অফসাইডে সরে লেগস্টাম্প ওপেন রেখে খেলে সাফল্য পায়।

লর্ডসে দ্বিতীয় টেস্টে স্মিথের চালাকি ধরে ফেলে ইংল্যান্ডের বোলাররা। বিশেষ করে জোফ্রা আর্চার তাই ক্রমাগত বাউন্সার দিতে থাকে। সঙ্গে একটা লেগ স্লিপ রেখে দেয়। এ সময় একটু অসুবিধায় পড়লেও সামাল দেন স্মিথ। অফ সাইডে না সরে গিয়ে ব্যাকফুটের বদলে ফ্রন্ট ফুটে খেলতে শুরু করে স্মিথ।

স্মিথকে নিয়ে শচীন সবশেষে বলেন, স্মিথের টেকনিক খুব জটিল হলেও মাইন্ডসেট খুব পরিণত।

নির্বাসন কাটিয়ে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনেই আইসিসি ​র‌্যাঙ্কিংয়ে সিংহাসন পুনরুদ্ধার করেছেন অজি তারকা ব্যাটসম্যান। আইসিসি টেস্ট ​র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় বিরাটকে টপকে শীর্ষস্থান দখল করেছেন স্টিভ স্মিথ।   

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য