মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান।
এ ম্যাচের জন্য টিকিট পাওয়া যাবে মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। আজ সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত আটটি গ্যালারির টিকিট পাওয়া যাবে। দাম ধরা হয়েছে ১০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত।
বিসিবি হসপিটালিটি লাউঞ্জ ২০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, শহীদ জুয়েল স্ট্যান্ড ৩০০ টাকা, শহীদ মুস্তাক স্ট্যান্ড ৩০০ টাকা, সাউদার্ন স্ট্যান্ড ১৫০ টাকা, নর্দার্ন স্ট্যান্ড ১৫০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন