২০১৯ সালের ফিফা 'বর্ষসেরা' সেরা গোলের অ্যাওয়ার্ড জিতেছেন হাঙ্গেরিয়ান-রোমানিয়ান দানিয়েল সোরি। সোমবার দিনগত রাতে ইতালির মিলান শহরের অপেরা হাউস লা স্কালায় বসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস ২০১৯’ দেওয়ার অনুষ্ঠান।
হাঙ্গেরির প্রথম বিভাগের ক্লাব দেবরেসেনের হয়ে ফেরেনভারোসের বিপক্ষে সতীর্থের বাড়ানো শটে বাইসাইকেল কিকে ৯৩ মিনিটে গোলটি করেছিলেন ১৮ বছর বসয়ী সোরি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ