অ্যাশেজে পারফরম্যান্স করতে না পারায় নিউজিল্যান্ড সফরের জন্য ইংল্যান্ডের ঘোষিত দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি জনি বেয়ারস্টোর।
সোমবার ঘোষিত ইংল্যান্ড স্কোয়াডে জায়গা পেয়েছেন নতুন চার মুখ। ঘরোয়া লিগের দল কান্টের ওপেনার জাক ক্রলি এবং ওয়ার্কশায়ারের ডমিনিক সিবলি প্রথমবারের মতো টেস্টে ডাক পেয়েছেন। এছাড়াও প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ল্যাঙ্কাশায়ারের দুই বোলার। তারা হলেন পেসার সাকিব মাহমুদ এবং লেগ-স্পিনার ম্যাট পার্কিন্সন। এছাড়াও পুনর্বার দলে ঢুকেছেন সারে ব্যাটসম্যান ওলি পোপ।
ইংল্যান্ড টেস্ট স্কোয়াড:
জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার (উইকেটরক্ষক), জাক ক্রলি, স্যাম কারেন, জোন ডেনলি, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ম্যাট পার্কিন্সন, ওলি পোপ, ডোমিনিক সিবলি, বেন স্টোকস ও ক্রিস ওকস।
ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড:
ইয়ন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), টম বেনটন, স্যাম বিলিংস, প্যাট ব্রাউন, স্যাম কারেন, টম কারেন, ডেনলি, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডাউইড মালান, ম্যাট পার্কিন্সন, আদিল রশিদ ও জেমস ভিন্স।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ