খালি গায়ে ছবি পোস্ট করেছিলেন। আর তাতেই বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন পাকিস্তানের ক্রিকেটার মোহম্মদ হাফিজ।
এমনিতেও সময় ভাল যাচ্ছে না তার। ইংল্যান্ড বিশ্বকাপে বলার মতো পারফরম্যান্স করতে পারেননি তিনি। নতুন মৌসুমের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে সেন্ট্রাল কনট্র্যাক্টেও রাখেনি। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন তিনি।
আর সেখানে খেলার সময়ই একটি পোস্ট করেন হাফিজ। সেখানে তিনি লেখেন ‘সানসেট ভিউ ইন বিউটিফুল সেন্ট লুসিয়া।’ পোস্টে সূর্যাস্ত, সুইমিং পুল ও নিজের খালি গায়ে ছবি একসঙ্গে দিয়েছিলেন তিনি। আর তাতেই ক্ষুব্ধ নেটিজেনরা।
নানা রকমের মন্তব্য করেছেন তারা। কেউ তাঁকে বিরাট কোহালিকে অনুকরণ না করার পরামর্শ দিয়েছেন। কেউ আবার দয়া করে পাকিস্তান দলে ফিরে না আসার মতো খোঁচাও দিয়েছেন। একজন বলেছেন, ‘পারফরম্যান্স দিয়ে বিরাট কোহলির সঙ্গে তুলনা করুন।’
আর একজন বলেছেন, ‘কেউ আপনাকে খালি গায়ে পছন্দ করছে না। জামা পড়ে আসুন।’ আর একজন বলে দিয়েছেন, ‘দয়া করে আর পাকিস্তান দলে ফিরবেন না।’
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ