অবসরের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। তিনি বলছেন, আরও দুই বছর অনায়াসে পারফর্ম করে যেতে পারবেন। এর আগে মার্চ মাসে মালিঙ্গা জানিয়েছিলেন, ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে তিনি অবসর নিতে চান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালিঙ্গা জানান, ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ৪ ওভার বোলিং করতে হয়। তাই আমার মনে হয়, আমি টি-টোয়েন্টি খেলে যেতে পারব। তবে অধিনায়ক হিসেবে বলতে পারি, আমার টি-টোয়েন্টি ক্রিকেট খেলার যা অভিজ্ঞতা রয়েছে, তাতে অনায়াসেই আরও বছর দুয়েক খেলা চালিয়ে যেতে পারব।"
প্রসঙ্গত, শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার পর মালিঙ্গার নেতৃত্বে গত ১০টি আন্তর্জাতিক ম্যাচের মাত্র একটিতে জিতেছে শ্রীলঙ্কা। হেরেছে আটটি ম্যাচে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ