১৭ জানুয়ারি, ২০২০ ২২:৪৯

বঙ্গবন্ধু বিপিএল'র চ্যাম্পিয়ন রাজশাহী

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু বিপিএল'র চ্যাম্পিয়ন রাজশাহী

খুলনা টাইগার্সকে হারিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতল রাজশাহী রয়্যালস। 

শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান করে রাজশাহী। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৯ রানের বেশি করতে পারেনি খুলনা।

১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই নাজমুল হোসেন শান্ত মোহাম্মদ ইরফানের বলে লিটন দাসের দুর্দান্ত ক্যাচে পরিণত হন। পরের ওভারেই মেহেদী হাসান মিরাজ আউট হন রাহির বলে ১১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় খুলনা।
তৃতীয় উইকেট জুটিতে শুরু চাপ সামাল দেন রুশো ও শামসুর রহমান শুভ। দলীয় ৮৫ রানের মাথায় রুশো ৩৭ রান করে আউট হন। ভাঙে ৭৪ রানের জুটি। ৪৩ বলে ৫২ রান করে শুভ বিদায় নেন কামরুল ইসলাম রাব্বির বলে। একই ওভারে নাজিবউল্লাহ জাদরানও (৪) সাজঘরে ফেরত যান। দ্রুত দুই উইকেট হারিয়ে ফের চাপে পড়ে যায় খুলনা। এক প্রান্ত আগলে ছিলেন অধিনায়ক মুশফিক। তবে রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি মুশফিক। ২১ রান করে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের বলে মুশফিক বোল্ড হন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৯ রানে থেমে যায় খুলনার ইনিংস। ২১ রানে জয়ে শিরোপা ঘরে তোলে রাজশাহী।

রাজশাহীর রাব্বি, ইরফান ও আন্দ্রে রাসেল দু’টি এবং আবু জায়েদ ও মোহাম্মদ নওয়াজ একটি করে উইকেট নেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর