ভারতীয় ক্রিকেট দল মঙ্গলবারই অকল্যান্ড পৌঁছে গেছে। এ বারের সফরে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ান ডে এবং দুটি টেস্ট খেলবে বিরাট কোহলির দল। প্রথম টি-টোয়েন্টি ২৪ জানুয়ারি। এর আগে টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন শচীন টেন্ডুলকার।
মঙ্গলবার এক সাক্ষাৎকারে শচীন বলেছেন, ‘‘ইদানীং দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে প্রচুর রান উঠছে। ওখানকার পিচের চরিত্র বদলে গিয়েছে।’’
নিউজিল্যান্ডের মাটিতে সবুজ উইকেটে খেলা থেকে শুরু করে ২০০৯ সালে টেস্ট সিরিজ জয়, সব কিছুরই সাক্ষী থেকেছেন শচীন । তিনি বলেছেন, ‘‘আমার মনে আছে ২০০৯ সালে নিউজিল্যান্ড সফরে দেখেছিলাম হ্যামিল্টনের পিচ বাকি কেন্দ্রগুলোর চেয়ে আলাদা। অন্য জায়গার পিচ শক্ত হয়ে গেলেও ওখানকার পিচ নরমই ছিল। পরে সময়ের সঙ্গে সঙ্গে নেপিয়ারের পিচও শক্ত হয়ে যায়। ২০ বছর ধরে নিউজিল্যান্ড সফরে যাওয়ার অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি, ওদের পিচগুলো সময়ের সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গিয়েছে।’’
তবে একটা ব্যাপারে কোহলিদের সতর্ক করে দিতে চান শচীন। ওয়েলিংটনের হাওয়া। সেখানে খেলার অভিজ্ঞতা থেকে শচীন বলছেন, ‘‘ওয়েলিংটনে খেলেছি বলে জানি ওখানকার হাওয়া কতটা প্রভাব ফেলে খেলার উপরে। বোলাররা হাওয়ার উল্টো দিকে বল করছে না হাওয়ার সঙ্গে, তার ওপর অনেক কিছু নির্ভর করে। ব্যাটসম্যানদেরও বুঝে নিতে হয় কোন প্রান্ত থেকে বোলারকে আক্রমণ করবে।’’
তা হলে কী পরিকল্পনা করা উচিত ভারতের? শচীনের পরামর্শ, ‘‘জোরালো হাওয়ার বিরুদ্ধে বল করতে গেলে কিন্তু পেসারদের খুব মাথা খাটাতে হবে। তাই আমার মতে, স্পিনারদের হাওয়ার বিরুদ্ধে বল করতে আনা হোক আর পেসাররা উল্টো দিক থেকে আসুক। যাতে জোরালো হাওয়া কোনও সমস্যা করতে না পারে।’’ ওয়েলিংটনে একটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট খেলতে হবে ভারতকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ