করোনাভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। তারই জের ধরে এবার বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, অনিশ্চয়তা অবশ্যই আছে। দুই একদিনের মধ্যে সব নিশ্চিত হয়ে যাবে। ভেন্যু সমস্যা নয়, সমস্যা দেশ ভ্রমণে। খেলা শেষে দেশে এসে খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে থাকা তো সম্ভব নয়।
এর আগে দুই দফায় টি-টোয়েন্টি ও টেস্ট খেলে এসেছে টাইগাররা। তৃতীয় ধাপে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে চলতি মাসের ২৯ তারিখে করাচি যাওয়ার কথা ছিল তাদের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ