ভারত আগে সঙ্কটমুক্ত হোক। আইপিএল তারপরে ভাবা যাবে। আইপিএল নিয়ে ঠিক এই মন্তব্যই করলেন ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা। করোনায় কাবু সারাবিশ্ব। আর এমন আবহে আইপিএল যেন একপ্রকার অনিশ্চিত হয়েই দাঁড়িয়েছে।
করোনার কারণে প্রাথমিকভাবে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল আইপিএল। কিন্তু নরেন্দ্র মোদির ভারতজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণার পর যেন আইপিএল চলতি বছরে একপ্রকার অনিশ্চিত হয়েই দাঁড়িয়েছে।
আইপিএল নিয়ে রোহিত বলেন, 'প্রথমে আমাদের দেশের কথা চিন্তা করা উচিত। এই সঙ্কটময় পরিস্থিতির উন্নতি হওয়া প্রয়োজন। তারপরেই আইপিএল নিয়ে ভাবা যাবে। জীবনকে প্রথমে সাধারণ অবস্থায় ফিরতে দাও।'
তিনি আরও বলেন, 'মুম্বাইকে এর আগে এমন ভাবে কখনও দেখিনি। আমরা ক্রিকেটাররা পরিবারের সঙ্গে সময় কাটানোর ফুরসত পাই না। এখনই সুযোগ। এখন তাদের সঙ্গে অনেক সময় কাটানো যাবে।'
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ