প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। বিভিন্ন দেশে মোট ২৪ হাজার ৭৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে চীনের উহান থেকে উৎপত্তি এই ভাইরাস। এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন বিশ্বের খেলোয়াড়রা। আর সেই তালিকায় এবার নাম লেখালেন শচীন টেন্ডুলকার।
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ৫০ লক্ষ টাকা দান করলেন ভারতের সাবেক এই তারকা ব্যাটসম্যান। এর আগে অনেক ক্রীড়াবিদই বেতন দান করেছিলেন। কেউ চিকিৎসার নানা উপকরণ দান করেছিলেন।
শুক্রবার সংবাদ সংস্থা জানিয়েছে, শচীন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দুই তহবিলেই অর্থ দেবেন বলে মনস্থির করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ