২৯ মার্চ, ২০২০ ১৪:২৪

অধিনায়কত্বের নিষেধাজ্ঞা উঠল স্মিথের

অনলাইন ডেস্ক

অধিনায়কত্বের নিষেধাজ্ঞা উঠল স্মিথের

দুই বছরের জন্য নিষেধাজ্ঞা ছিল নেতৃত্বে। সেই মেয়াদ শেষ হয়ে গেল রবিবার। ফলে, ফের অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে আর কোনও বাধা রইল না স্টিভ স্মিথের।

৩০ বছর বয়সি স্টিভ স্মিথ ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে বল-বিকৃতি কাণ্ডে জড়িয়ে পড়ার শাস্তি হিসেবে হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার নেতৃত্ব। এক বছর নির্বাসিত হয়েছিলেন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে। সেই সময় ক্রিকেট অস্ট্রেলিয়া সিদ্ধান্ত নিয়েছিল যে, দুই বছরের জন্য অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে পারবেন না স্মিথ। আর ওয়ার্নার কোনও দিনই তা হতে পারবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক এখন টিম পেইন। ৩৫ বছর বয়সি এখনও খেলা চালিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। কোচ জাস্টিন ল্যাঙ্গার গত বছর প্রশংসা করেছিলেন পেইনের নেতৃত্বের। একইসঙ্গে বলেছিলেন যে, স্মিথ হয়তো নেতৃত্বের বোঝা আর চাইছেন না। 

রবিবার চ্যানেল নাইন টেলিভশনে স্মিথ বলেছেন, এখন শারীরিক ও মানসিক ভাবে ফিট থাকাই তাঁর চ্যালেঞ্জ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর